এম. এ আজিজ রাসেল : কক্সবাজার জেলায় ২০২২-২৩ অর্থ বছরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগে আক্রান্ত ৪০০ জন রোগীর মাঝে ২ কোটি টাকা বিতরণ করা হয়েছে। তারমধ্যে ১ম ও ২য় কিস্তিতে ২০০ জন রোগী পেয়েছে ৫০ হাজার টাকা করে ১ কোটি টাকা। ৩য় ও ৪র্থ কিস্তিতে বাকি ২০০ জনকে ১ কোটি টাকা দেওয়া হচ্ছে। যার অংশ হিসেবে মঙ্গলবার কক্সবাজার পৌরসভায় ১৪ জনকে ৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। বাকি ১৮৬ জনকে উপজেলা ভিত্তিক আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হবে।
আরও পড়ুন : নির্বাচনে সহিংসতার কোনো স্থান নেই
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ৩য় ও ৪র্থ কিস্তিতে ২০০ জন রোগীর মাঝে চেক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
উদ্বোধনকালে তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি সেক্টরে অভাবনীয় উন্নয়ন করেছেন। তিনি সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছেন। জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অনুদান শুরু করেন তিনি। প্রধানমন্ত্রীর বিশেষ এই উদ্যোগ বেঁচে থাকার প্রেরণা যোগাচ্ছে। তাই আমাদের উচিত কঠিন রোগে আক্রান্ত রোগীদের সাথে সহানুভূতিশীল হওয়া। যাতে তাঁরা সাহস ও অনুপ্রেরণা পায়।"
আরও পড়ুন : পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৫
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ ও সহকারী পরিচালক মো. সফি উদ্দিন।
ক্যান্সার রোগে আক্রান্ত মোহাম্মদ হাশেম বলেন, "আমি দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত। চিকিৎসায় অনেক অর্থ ব্যয় হয়েছে। সরকারি এ অনুদান আমাকে অনুপ্রাণিত করেছে।"
সান নিউজ/এমআর