নিজস্ব প্রতিবেদক:
ভোলা: অতি জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে পানিবন্দিদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে ভোলা সদর উপজেলা প্রশাসন। শনিবার (২২ আগস্ট) সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামে পানিবন্দি প্রায় দেড় হাজার মানুষের মাঝে চিড়া, গুড় ও মুড়ি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল মামুন ও ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাইন আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রমনান বলেন, ‘সাগরের লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে মেঘনা নদীর পানি গত দুই-তিন দিন ধরে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়িবাঁধ ভেঙে বাঁধের ভেতরে ও বাইরে কয়েক হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। এ সকল মানুষের জন্য পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার ও ৪০ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। বন্যা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত ভুক্তভোগীদের মাঝে আমাদের এ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।’
সান নিউজ/ এআর