সারাদেশ

চালক হত্যায় ২ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : কুমিল্লায় অটোরিকশাচালক সুমন মিয়া হত্যায় দায়ের করা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাদেরকে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় বন্যা, নিহত বেড়ে ৩৯

সোমবার (১৭ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মো. নুরুল ইসলাম এর ছেলে শরীফ মিয়া ও একই উপজেলার দড়িকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল কাদের জিলানী।

আরও পড়ুন : জি কে শামীমের ১০ বছর কারাদণ্ড

কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২০ সালের ৬ মার্চ সন্ধ্যায় অটোরিকশা চালক সুমন মিয়ার (১৯) অটোরিকশাটি ভাড়া করেন শরীফ মিয়া ও আব্দুল কাদের। এ সময় আসামিরা পরিকল্পনা অনুযায়ী পেছন থেকে চালক সুমনকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ গোপন স্থানে ফেলে দেন। পরে নিহত সুমনের বাবা ইসমাইল মিয়া সুমনকে খুঁজে না পেয়ে বাঞ্ছারামপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে তদন্তে নেমে আব্দুল কাদেরের নাম ওঠে আসলে বাঙ্গরা বাজার থানা পুলিশের সহযোগিতায় আব্দুল কাদেরকে আটক করে বাঞ্ছারামপুর থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তার দেখানো জায়গা থেকে অটোরিকশা চালক সুমনের মরদেহ উদ্ধার করেন পুলিশ। এ সময় অপর আসামি মো. শরীফের জড়িত থাকার বিষয়টিও স্বীকার করেন আব্দুল কাদের।

আরও পড়ুন : সুষ্ঠু ভোট হলে বিজয়ী হবো

পরে নিহত সুমনের বাবা ইসমাইল মিয়া বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷ মামলায় আসামি করা হয় আব্দুল কাদের এবং শরীফ মিয়াকে।

তিনি আরও বলেন, মামলার বাদী এবং বিবাদী উভয়পক্ষের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হলেও, মরদেহ বাঙ্গরা বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সে কারণে বাঙ্গরা বাজার থানায় নিয়মিত মামলার রুজু করা হয়।

আরও পড়ুন : শাহবাগে চিকিৎসকদের আন্দোলন শুরু

পরে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা বাঙ্গরা বাজার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অমর চন্দ্র দাশ ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানিতে ১১জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা