নিজস্ব প্রতিবেদক:
খুলনা: খুলনা নগরী ও ডুমুরিয়ায় গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুই গৃহবধূ। দুজনেরই মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শনিবার (২২ আগস্ট) নগরীর লবণচরা থানার মুক্তার হোসেন রোডের মুক্তার হোসেন রোডের ভাড়া বাসায় বাশের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ লামি (১৮)। সকালে তুচ্ছ কারণে স্বামী আলামিনের ওপর অভিমানে আত্মহননের পথ বেছে নেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার রাসেল মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন ওই দম্পতি। সকাল সাড়ে ১০টার দিকে লামি ফোন দিলে স্বামী আলামিন তাকে ব্যস্ততা দেখান। এ অভিমানে নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। এ সময় স্বামী আলামিন ও প্রতিবেশীরা উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে শুক্রবার (২১ আগস্ট) সকালে ডুমুরিয়া উপজেলার কাগজিপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ ঝর্ণা বেগম (২৫)।
পরিবার সূত্রে জানা গেছে, কাগজিপাড়া এলাকার মুনসুর আলী জোয়াদ্দারের মেয়ে ও নোয়াকাঠি এলাকার আলামিন শেখের স্ত্রী ঝর্ণা বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। সকলের অজান্তে ঝর্ণা নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ডুমুরিয়া থানার এসআই মু. আইয়ুব আলী জানান, এ ঘটনায় ঝর্ণা বেগমের বাবা অপমৃত্যুর মামলা করেছেন।
সান নিউজ/ এআর