সোলাইমান ইসলাম নিশান: জিরো ডোজ-আন্ডার ইম্যুনাইজড শিশু এবং মিসড কম্যুনিটি শনাক্ত করে টিকা প্রাপ্তি নিশ্চিত করতে পারলে আমরা সবাই একত্রে সুরক্ষিত থাকতে পারবো। এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে বিশ্ব টিকাদান সপ্তাহ-২০২৩ উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: শামীম ওসমানকে হেনস্তার চেষ্টা, বিক্ষোভ-ভাংচুর
শনিবার (১৫ জুলাই) সকালে লক্ষ্মীপুর পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর কাউন্সিলর জসিম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ শাহীন আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেনী ও লক্ষ্মীপুর প্রতিনিধি ডাঃ ইশতিয়াকুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন প্রমুখ।
আরও পড়ুন: বিদেশি জাহাজ আটকাদেশ প্রত্যাহার
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ঈমাম, সমাজ কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন শিশু এবং মিসড কম্যুনিটি সনাক্ত করে টিকা প্রাপ্তি নিশ্চিত করতে পারলে আমরা সবাই একত্রে সুরক্ষিত থাকতে পারবো।
আরও পড়ুন: যমুনায় বাড়ছে পানি, আতঙ্কে চরবাসী
সেই লক্ষ্যে সকল শিশুকে টিকাদান সম্পৃক্ত করতে হবে সেই লক্ষ্যে সকলকে যার যার অবস্থান থেকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।
সান নিউজ/এইচএন