নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের
এসময় গ্রেফতারকৃত আসামিদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ডে দন্ডিত করে জেলা কারাগারে হস্তান্তর করে পরিচালিত মোবাইল কোর্ট।
বুধবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ১০ টি পৃথক অভিযান (নিয়মিত ০৬, মোবাইল কোর্ট ০৪) চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া একজন পলাতক রয়েছে।
আরও পড়ুন: নোয়াখালীতে টিসিবির পণ্য জব্দ
এসময় তাদের নিকট থেকে আলামত হিসেবে ৬০০ গ্রাম গাঁজা, ৩০ লিটার চোলাইমদ এবং ০৩ গ্রাম হিরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানায় ০২ টি এবং মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি মামলা রুজু করা হয়।
এসময় মোবাইল কোর্টের ২ টি মামলায় একজন আসামিকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও অপর একজন আসামিকে ৩ মাসের কারাদণ্ড এবং সর্বমোট ৫০০/- অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মোবাইল কোর্টের আসামিদেরকে মানিকগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নেত্রকোনায় ট্রাক উল্টে নিহত ২
প্রসঙ্গত, গত সোমবার (১০ জুলাই) মানিকগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদক সেবন ও ব্যবসায়ের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সান নিউজ/এইচএন