ছবি-সংগৃহীত
সারাদেশ

টেকনাফে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ফেনীতে বাসের ধাক্কায় নিহত ২

সোমবার (১০ জুলাই) ভোররাত ৩টার দিকে টেকনাফ সাবরাং ইউনিয়ন কুরাবুইজ্জ্যা পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন-টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর জালিয়া পাড়ার মৃত মো. আলীর ছেলে আকতার হোসেন (৪০), ৯ নম্বর ওয়ার্ড খানকার ডেইলের মৃত হাজী আমীর হামজার ছেলে মো. ইউনুছ (৫৮) ও চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড তরচঘাট পশ্চিম বাটাখালীর নবাব মিয়ার ছেলে মো. সোহেল (২৩)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড গুলি ও লম্বা ছোরা, লম্বা রাম দা, কিরিচ ও লোহার রড জব্দ করা হয়েছে।

আরও পড়ুন : মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার ৬

ওসি মো. আব্দুল হালিম বলেন, টেকনাফের সাবরাং ইউপিস্থ কুরাবুইজ্জ্যা পাড়া এলাকায় ১০/১২ জনের একটি ডাকাত দল অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। সোমবার দিনগত রাত ৩টার দিকে টেকনাফ থানার পুলিশের দুটি টিম অভিযানে অংশ নেয়। পরে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় তিন ডাকাত টমটম (ইজিবাইক) যোগে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ভবনের বিমচাপায় শ্রমিক নিহত

ওসি আরও বলেন, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে টেকনাফ, রামু ও ফেনী সদর থানায় একাধিক মামলা আছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। তাদের সঙ্গে জড়িত অন্যান্য আসামীদেরও আইনের হাতে সোপর্দ করার জন্য তদন্ত অব্যহত রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা