নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদক সেবন ও ব্যবসায়ের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আরও পড়ুন: ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩
এসময় গ্রেফতারকৃত আসামিদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ডে দন্ডিত করে জেলা কারাগারে হস্তান্তর করে পরিচালিত মোবাইল কোর্ট।
সোমবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আরও পড়ুন: গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত
এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ১২ টি পৃথক অভিযান (নিয়মিত ০৪, মোবাইল কোর্ট ০৮) চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে আলামত হিসেবে ১৪গ্রাম হিরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৫
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা রুজু করা হয়।
এসময় প্রত্যেক আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সর্বমোট ২০০০/-(দুই হাজার) টাকা অর্থদণ্ডে দন্ডিত করে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/এইচএন