জেলা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
আরও পড়ুন : বাল্কহেড ডুবে তিন শ্রমিকের মৃত্যু
সোমবার (১০ জুলাই) দুপুরের দিকে উপজেলার বাগআঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম- জাহিদ হোসেন (১৭)। জাহিদ সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের আবু তালেবের ছেলে।
নিহতের ভগ্নিপতি শিমুল জানান, জাহিদ পেশায় একজন রাজমিস্ত্রি। বাগআঁচড়ার কামরুল ইসলামের একটি বাড়ি নির্মাণের সেন্টারিংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবসত বিম ভেঙে পড়লে জাহিদ চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন : কাঁঠাল নিয়ে সংঘর্ষে নিহত ৩
নির্মাণাধীন বাড়ির মালিকের ভগ্নিপতি আব্দুল আল মামুন বলেন, বিল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবসত এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর শুনে আমি তাদের বাড়িতে যাই। এখানে এসে জানতে পারলাম তারা দীর্ঘ ৩ মাস যাবত ওই বিল্ডিংয়ে কাজ করছিল। নিয়ম অনুযায়ী আমরা তার জন্য যা করার দরকার তাই করবো।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।
সান নিউজ/জেএইচ