ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের রোপণকৃত চার হাজার ১০০ আকাশমনি গাছের চারা রাতের আঁধারে উপড়ে ফেলার অভিযোগে শামীম চেীধুরীসহ সাতজনের নাম উল্লেখ করে আজ্ঞাত ১০/১২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ভালুকা রেঞ্জের বিট অফিসার বাদি হয়ে ৭ জুলাই মডেল থানায় মামলাটি করেন।
আরও পড়ুন : স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধ থাকতে হবে
বনবিভাগ সূত্রে জানা যায়, ভালুকা রেঞ্জের ধামশুর মৌজার ৯৭৮ নম্বর দাগে (গাদুমিয়া গ্রামে) মোট ভূমি রয়েছে ১১ একর ৫৪ শতাংশ। তার মাঝে বন বিজ্ঞপ্তিত ৮ একর ৬০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জনৈক প্রভাবশালী শামীম চৌধুরীগং জবর দখল করে রেখেছিলেন। গত ২৫ জুন জবর দখলকৃত বনভূমি উদ্ধার করে চার একর ভূমিতে চার হাজার ১০০ আকাশ মনি চারা রোপণ করে। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই গত রোববার (২ জুলাই) রাতের আঁধারে রোপণকৃত চারাগুলো উপড়িয়ে ফেলা হয়। ওই ঘটনায় হবিরবাড়ি বিট কর্মকর্তা মোঃ আশরাফুল আলম খান বাদি হয়ে শামীম চৌধুরী, জুলহাসউদ্দিন, জিয়া, রাজু, আনোয়ার, রাহুল ও রাসেলের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের নামে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় একটি সূত্র জানায়, গাছের চাড়া উপড়ে ফেলার ঘটনায় উল্লেখিত ব্যক্তিদের সাথে আরো বেশ কয়েকজন জড়িত থাকলেও রহস্যজনক কারণে তাদের নামে মামলা হয়নি।
আরও পড়ুন : ভারতে ভারী বৃষ্টিতে নিহত বেড়ে ২৮
ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিট কর্মকর্তা মোঃ আশরাফুল আলম খান বলেন, ধামশুর মৌজার ৯৭৮ দাগে মোট ১১ একর ৫৪ শতাংশ জমির মাঝে বনবিভাগের ৮ একর ৬০ শতাংশ জমি জনৈক প্রভাবশালী শামীম চৌধুরীগং দীর্ঘদিন ধরে জবর দখল করে রেখেছিলো। গত ২৫ জুন দখলিয় জমি উদ্ধার করে প্রায় চার একর জমিতে আকাশমনি চারা রোপণ করা হয়। কিন্তু এক সপ্তাহের মাথায় রাতের আঁধারে সবগুলো চারা উপড়িয়ে পুনরায় জবরদখলের চেষ্টা করা হয়। এ ঘটনায় বনভূমি দখলের প্রধান ব্যক্তি শামীম চৌধুরীসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনের নামে বনআইনে মামলা দায়ের করা হয়েছে এবং পূনরায় ওই জমিতে গাছের চারা রোপণ করা হয়েছে।
সান নিউজ/এমআর