জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন : ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে
রোববার (৯ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- হামিদা (২৪), মিহির (১২), লামিম (৬), ইয়ামিন (৫), লামিছা (৩), খাদিজা (১০), ফাহিম (১০)।
আহতের স্বজন ও স্থানীয়রা জানান, উপজেলার খাড়াসার গ্রাম থেকে একটি পাগলা কুকুর সকাল থেকেই উৎপাত শুরু করে। কুকুরটি খাড়াসার থেকে পথচারীদের কামড় দেয়। পরে তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় যায়। সেখানে নারী-শিশুদের কামড় দেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : একদিনেই হাসপাতালে ৮২০ জন
তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান বাদল সাদির জানান, পাগলা কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়টি জেনেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, এ ঘটনা সম্পর্কে আমরা অবগত নই। খোঁজ নিয়ে পরে বলা যাবে।
সান নিউজ/জেএইচ