জেলা প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় পুকুরের পানিতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : বিচ্ছিন্নতাবাদীরা হত্যাকাণ্ড ঘটাচ্ছে
শুক্রবার (৭ জুলাই) দুপুরে উপজেলার লালচাঁদপুর মুসাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- উপজেলার খলেয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের বড় মেয়ের ছেলে হাসান (১২) এবং দ্বিতীয় মেয়ে আদুরী বেগমের মেয়ে দৃষ্টি মনি (১৩)। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন : রুশ কারখানায় বিস্ফোরণে নিহত ৬
গঙ্গাচড়া মডেল থানা পুলিশের থানার কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে নানাবাড়িতে বেড়াতে আসে হাসান ও দৃষ্টি মনি। শুক্রবার জুমার নামাজ চলাকালে তারা নানাবাড়ি সংলগ্ন ইঞ্জিনিয়ার ফজলুল হকের পুকুরে গোসল করতে নামে। এ সময় সকলের অজান্তে তারা পুকুরে ডুবে মারা যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তাদের না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে শিশু দুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। এর আগে ওই পুকুরে গোসল করতে নেমে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৬
ওসি আরও জানান, শিশু দুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/এমআর