ছবি-সংগৃহীত
সারাদেশ

হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : জয়পুরহাটে এক কিশোরকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : রংপুরে দুজনের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আহসান হাবীব ও ওহেদুল ইসলাম। তারা পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর বিকেলে আহসান হাবীব ও ওহেদুল ইসলাম ফুটবল খেলা দেখার কথা বলে মোহাম্মদ আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তারা ওইদিন রতনপুরের একটি দোকান থেকে মোহাম্মদ আলীর নামে ভিসিডি ভাড়া নেয়। পরে হাবীব ও ওহেদুল মিলে তা বিক্রি করে দেন। ভাড়া করা ভিসিডি বিক্রি করা নিয়ে মোহাম্মদ আলী এবং ওই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনাটি লোকজনকে জানিয়ে দেবে বলে মোহাম্মদ আলী তাদের জানিয়ে দেয়। এতে হাবীব ও ওহেদুল ক্ষিপ্ত হয়ে ওঠেন।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

ওইদিন রাত ১১টার দিকে বাগজানা এলাকায় খেয়াঘাটে নদী পার হওয়ার সময় নৌকা থেকে বাঁশের লাঠি নেন হাবীব। রাস্তা দিয়ে তিনজন আসার পথে তাদের মধ্যে আবারও এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাঁশের লাঠির আঘাতে আহসান হাবীবের মৃত্যু হয়। তারা মোহাম্মদ আলীকে সেখানে ফেলে চলে আসেন।

এ ঘটনার পরদিন মোহাম্মদ আলীর বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০০৫ সালের ১৬ মার্চ আদালতে আসহান হাবীব ও ওহেদুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। হত্যার দীর্ঘ সাড়ে ১৮ বছর পর আদালত আজ এ রায় দেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা