নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জ: করোনায় বন্ধ রয়েছে স্কুল, আর বন্যার পানিতে তলিয়ে গেছে স্কুলমাঠ। তাই বন্ধ খেলাধুলাও। শিশু-কিশোর, যুবকদের সময় কাটানোটাই এখন কষ্টকর। তাইতো আনন্দ-ফুর্তির অংশ হিসাবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া হাইস্কুল মাঠে ব্যতিক্রমী নৌকা বাইচের আয়োজন করেছিলেন গ্রামের যুবকেরা।
স্কুলমাঠের পুরোটাই এখন বন্যার পানিতে টইটুম্বর। সেখানেই শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নৌকা বাইচে অংশ নেয় স্থানীয় ২৫টি ডিঙি নৌকা একে অন্যকে হারিয়ে দেওয়ার চেষ্টায় মাঠের গোলবারের ভেতর দিয়ে যায় নৌকা।
ব্যতিক্রমী নৌকা বাইচটি দেখতে মাঠের চারপাশে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ভিড় ছিল লক্ষ্যণীয়। করোনা আতঙ্ক আর বন্যার মাঝে কিছু সময়ের জন্য হলেও আনন্দ উপভোগ করেন স্থানীয় গ্রামবাসী।
নৌকা বাইচ দেখতে আসা গ্রামের লোকজন বলেন, ‘করোনাকালে সেভাবে বাইরে বের হতে পারছি না। বন্যার পানিতে গ্রামের বেশিরভাগ এলাকার সঙ্গে তলিয়ে গেছে স্কুলমাঠও। সময় কাটাতে ও আনন্দ উপভোগে এলাকার যুবকেরা তাই স্থানীয় ডিঙি নৌকা দিয়ে বাইচের আয়োজন করেন। তারা যেমন উপভোগ করেছেন, আমরাও তেমনি আনন্দ পেয়েছি।’
সান নিউজ/ এআর