হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে খলতবাড়ী গ্রামে কৃষক সাহেব আলী (৫০) চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে ময়মনসিংহের র্যাব-১৪।
আরও পড়ুন: বাবু চেয়ারম্যানের সহযোগী গ্রেফতার
মামলা রজুর ৬ ঘন্টার মধ্যে মঙ্গলবার (৪ জুলাই) ভোরে অভিযান চালিয়ে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার একটি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গৌরীপুর উপজেলার খলতবাড়ী গ্রামের জহিরুল ইসলাম (১৯) ও তার বাবা বাবুল মিয়া (৫৬)। ময়মনসিংহের র্যাব-১৪, সিপিএসসি মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ফসলি জমিতে মাটি ফেলাকে কেন্দ্র করে শনিবার (১ জুলাই) বিকেলে প্রতিপক্ষ বাবুল মিয়া ও তার লোকজন সশস্ত্র হামলা চালায় সাহেব আলীর ছেলে রাজীব মিয়ার ওপর। এসময় ছেলেকে বাঁচাতে আসলে সাহেব আলীকে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষের লোকজন।
আরও পড়ুন: কলেজছাত্রী হত্যায় প্রেমিকের ফাঁসি
ওইদিন দিনগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে আহত সাহেব আলী মারা যান। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে রাজীব মিয়া সোমবার দিনগত রাতে গৌরীপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান জানান-সাহেব আলী হত্যা মামলার এজাহারভুক্ত ৪ ও ১৪ নম্বর দুই আসামীকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করে ময়মনসিংহ- র্যাব-১৪। গ্রেফতারকৃত দুই আসামীকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সান নিউজ/এনকে