নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর: ‘মুজিব বর্ষ’ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেছে ফরিদপুর জেলা কৃষকলীগ।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টায় শহরের শোভারামপুর গোরস্থান, হাসান হুজুরের মাদ্রাসা ও কোমরপুর গোরস্থানে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাড. প্রদীপ কুমার দাস লক্ষ্মণ। অংশ নেন জেলা কৃষকলীগের সহ সভাপতি প্রফেসর আবুল কাশেম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম সোহেল, মহিলা বিষয়ক সম্পাদিকা সবিতা রানী বৈরাগী, দপ্তর সম্পাদক অ্যাড. সুজিত কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক শৈলেন কুমার বিশ্বাস, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ খান, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার দাস, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক গোবিন্দ চন্দ্র শীল।
সান নিউজ/ এআর