নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে Welfare Of Humanity - "মানবতার কল্যাণে" সংগঠন গরু কিনে ঈদের দিন কোরবানি দিয়ে সেই গোশত সুষ্ঠুভাবে ৮৫ টি অসহায় পরিবারের মাঝে বিতরণ করে দিয়েছে ।
আরও পড়ুন: দেশে ঢুকছে ভারতীয় কাঁচা মরিচ
গত বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আযহার নামাজ আদায় শেষে গরু কোরবানি দেয় সংগঠনটি।
এসময় Welfare Of Humanity - "মানবতার কল্যাণে" সংগঠনের সদস্যরা গরু কোরবানি দিয়ে নিজেরাই চামড়া ছাড়িয়ে গোশত প্রক্রিয়াজাত করে স্থানীয় ও আশেপাশের ৮৫ টি অসহায় পরিবারের মাঝে গোশত বিতরণ করে।
আরও পড়ুন: প্রেমের টানে নোয়াখালীতে বিদেশিনী
সংগঠনটির সিনিয়র উপদেষ্টা হাজী মো: ফারুক হোসেন ও হাজী মো: ওয়ালীউল আলম খোকন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেন।
এছাড়াও সংগঠনটির সাথে জড়িত সদস্যরা বিভিন্নভাবে নিজ নিজ সামর্থানুযায়ী সহযোগিতা করেন।
আরও পড়ুন: রামুতে অসুস্থ হাতির মৃত্যু
এদিকে যাদের সহযোগিতায় এই মহৎ উদ্যোগ সফল হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে Welfare Of Humanity ( মানবতার কল্যাণে ) পরিবার।
ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে যে কোনো সামাজিক উন্নয়নমূলক কাজে মানবতার কল্যাণে পরিবার সকলের পাশে থাকবে বলে প্রত্যাশা প্রকাশ করেছে।
আরও পড়ুন: হাসপাতালে কিশোরীকে ধর্ষণ
প্রসঙ্গত, সংগঠনটির পররাষ্ট্র বিষয়ক সম্পাদক নাজমুল হাসান সুদুর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ফাহিম হোসেন ইতালি থেকে সর্বদা সংগঠনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। পশাপাশি সংগঠনের প্রতিটি কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
সান নিউজ/এইচএন