নিজস্ব প্রতিবেদক:
রংপুর: পীরগঞ্জে করতোয়া নদীর চরের জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন। উপজেলার বড় আলমপুর ইউনিয়নের হোসেনপুরে বৃহস্পতিবার (২০ আগস্ট) সংঘর্ষের ওই ঘটনা ঘটে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আহতরা হলেন, ইউপি সদস্য শাহানুর আলম ( ৪২), জাহাঙ্গীর আলম ( ৩০), আবু তাহের ( ৪৫), খোরশেদ ( ৩৬), মজিদ ( ৪৮), ইয়াকুব ( ৩৮), আব্দুর বারী ( ৪৬), শাজাহান ( ৩৯), মিস্টার আলী ( ৫৫), আরিফুল ( ২৮), আব্দুর রহমান ( ৫৯), মাকসুদা বেগম ( ৩০) ও নবম শ্রেণির ছাত্র আল মাসুম।
গুরুতর আহত ইউপি সদস্য শাহানুর আলম, আবু তাহের ও আব্দুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই চরের এক বিবাদমান একর জমি নিয়ে এলাকার আব্দুল মজিদ ও আব্দুল বারীর লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। বৃহস্পতিবার সকালে মজিদ লোকজনসহ ওই জমির দখল নিতে গেলে বারী ও তার লোকজন বাঁধা দিলে সংঘর্ষ বেধে যায়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, এ পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/ এআর