মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পন্য উৎপাদন ও বিপননের অপরাধে এক বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: ফের বিদ্যুৎ উৎপাদন শুরু পায়রায়
রোববার (২৫ জুন) বেলা ১১ টার দিকে জেলার গজারিয়া উপজেলার জামালদী এলাকায় অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আব্দুস সালাম।
এ সময় তিনি সেখানকার আলিফ বেকারীকে সমুদয় জরিমানা করেন। তিনি জানান, অভিযান চালিয়ে ওই বেকারীতে বিএসটিআই অনুমোদন ব্যতিত পন্য উৎপাদন ও বিপনন করছে।
একই সঙ্গে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী করা হচ্ছে। তাছাড়া বেকারীতে উৎপাদিত খাবারের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং খাবার পন্যের মোড়কে খুচরা মূল্য উল্লেখ নেই।
এ সব অপরাধে বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ফারহানা খান।
সান নিউজ/এনকে