আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন কর্তৃপক্ষ তাদের সকল কিস্তি গ্রাহকদের জন্য স্বাস্থ্য সেবা সুরক্ষায় মেডিকেল সেবা চালু করেছে।
আরও পড়ুন: পিস্তল হাতে চেয়ারম্যানপুত্রের ছবি ভাইরাল!
সোমবার (১৯ জুন) দুপুরে খাগড়াছড়ি সদরে বেসরকারি হাসপাতাল হেলথ কেয়ার কর্তৃপক্ষের সাথে ওয়ালটন কর্তৃপক্ষের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
হেলথ কেয়ার হাসপাতালের পক্ষে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান কাজী মো. নুর আলম ও ওয়ালটন গ্রুপের পক্ষে চট্টগ্রাম বিভাগীয় ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবির খান হিমু এ চুক্তি স্বাক্ষর করেন।
আরও পড়ুন: বন্যা আতঙ্কে ২০ লাখ মানুষ
খাগড়াছড়ির হেলথ কেয়ার হাসপাতালে স্বাস্থ্যসেবায় যে সকল সুবিধা পাবে, প্যাথলজিক্যাল, এক্সরে ও হাসপাতাল সেবায় ১০ থেকে ৩০ শতাংশ ছাড় পাবেন ওয়ালটন প্লাজার কার্ডধারী সকল কিস্তির গ্রাহক।
এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা খাগড়াছড়ির ব্যবস্থাপক সালাহ উদ্দিন খন্দকার, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ হেলথ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ ও ওয়ালটন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ।
সান নিউজ/এইচএন