শওকত জামান, জামালপুর: সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জামালপুর জেলা প্রেসক্লাব।
আরও পড়ুন: কারো কাছে নতজানু হব না
রবিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে শহরের ফৌজদারি মোড়ে এক মানববন্ধনের আয়োজন করে জামালপুর জেলা প্রেসক্লাব।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা, টিআইবির জামালপুরের সভাপতি অজয় কুমার পাল, অনলাইন জার্ণালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের আশরাফুল ইসলাম স্বাধীন, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর,একুশে টিভির সাংবাদিক মুক্তা আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। অথচ তাদের কোনো নিরাপত্তা নেই। আজ নিরাপত্তার অভাবে সাংবাদিক নাদিমকে প্রাণ দিতে হলো। আর যেন কোনো সাংবাদিকদের এভাবে প্রাণ হারাতে না হয় এর দায়িত্ব সরকারকেই নিতে হবে।
সাংবাদিক নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরা করা, সাংবাদিকের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়া ও অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি করেন সাংবাদিক নেতারা।
অপরদিকে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে এক মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখা।
সান নিউজ/এনকে