ভোলা প্রতিনিধি : ভোলায় শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (১৭ জুন) সকালে ভোলা সরকারি স্কুল মাঠে টুর্নামেন্টের ভার্চুয়ালি উদ্বোধন করেন সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
আরও পড়ুন : বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর উদ্যোগে টুর্নামেন্টে জেলার ৪০টি কলেজ এতে অংশ নেয়। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। এতে দৌলতখান কলেজকে ১-০ গোলেরে ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে লালমোহনের নুরনবী চৌধুরী শাওন মহাবিদ্যালয় কলেজ। দিনের অপর খেলায় ভোলা ইসলামীয় কলেজ খেলায় অংশ না নেয়ায় না অকভার পায় বাংলা বাজার ফাতেমা খানম কলেজ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন,অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা,অতিরিক্ত পুলিশ সুপার মোঃআসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সাহা,জেলা ক্রীড়া অফিসার সাইদুল ইসলাম,প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ফয়সাল,জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুনতাসির আলম চৌধুরী রবিন সহ বিভিন্ন কলেজে অধ্যক্ষ ও শিক্ষকরা এসময় খেলা উপভোগ করেন।
আরও পড়ুন : স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ২৫
আয়োজকরা বলছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনযোগ বাড়াতে এই ধরনের আয়োজন করা হয়েছে।এভাবে খেলা চালিয়ে যেতে পারলে দেশের হারিয়ে যাওয়া ফুটবলের গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে।
সান নিউজ/এমআর