বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলায় ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’ বাস্তবায়নে নীতিগত অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র্যালি করেছে রুহিয়া থানা ছাত্রলীগ।
আরও পড়ুন: বাংলাদেশ অর্থনৈতিকভাবে মর্যাদাপূর্ণ
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা ছাত্রলীগের আয়োজনে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন হতে ১টি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি রুহিয়ার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন,রুহিয়া থানা আ.লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, সহ-সভাপতি মকবুল হোসেন,সহ-সভাপতি আব্দুল জব্বার মাষ্টার, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,সহ দপ্তর সম্পাদক গণেশ চন্দ্র সেন,১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, আখানগর ইউপি চেয়ারম্যান রোমান বাদশা, ঢোলার হাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, রাজাগাঁও ইউপি চেয়ারম্যান খাদেমূল ইসলাম সরকার, সেনুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি নোবেল কুমার সিং, রুহিয়া থানা মহিলা আ.লীগের সভাপতি অনিতা রাণী সেন, সাধারণ সম্পাদক হালিমা খাতুন, রুহিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আ.লীগের সাধারণ-সম্পাদক নুর ইসলাম নুরু,রুহিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বাসারুল ইসলাম সোহেল, রুহিয়া থানা ছাত্রলীগের সভাপতি হেলাল হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, রুহিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ প্রমুখ।
আনন্দ মিছিল শেষে চৌরাস্তায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু।
সান নিউজ/এনকে