নিনা আফরিন,পটুয়াখালী: পটুয়াখালীতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পে আওতায় ২০২২-২৩ অর্থবছরে কৃষক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে ১০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে জেলায় তেল উৎপাদন করা ৩০ জন কৃষক এর মধ্য থেকে সেরা ৫ জন কৃষককে পুরস্কৃত করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি গবেষণা ইনিস্টিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ শহীদুল ইসলাম খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম মল্লিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আব্দুল্লাহ-আল-মামুন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহ: পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন।
আরও পড়ুন: স্বামীকে বাঁচাতে খুন হলেন গৃহবধূ!
অনুষ্ঠানে সকল উপজেলার কৃষি কর্মকর্তা সহ মোট ১২৫ জন কৃষক উপস্থিত ছিলেন।
সান নিউজ/এইচএন