নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর ও বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না ব্যবহার এবং ওজনে কম দেওয়ায় পাঁচজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত বোয়ালমারী পৌরবাজার ও উপজেলার একটি বেকারিতে অভিযান চালিয়ে মোট পাঁচজনকে আট হাজার ৯০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডবিধি ২০১৮ এর ৩২(১)/৪৮, ২৯/৪৬, ১৮৬০ এর ১৮৮ ধারায় পৌরবাজারের লিটু রায়, প্রমল সরকারসহ চারজনকে এক হাজার ৯০০ টাকা ও বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের বাইজিদ বেকারিকে ওজনে কম দেওয়ায় দণ্ডবিধি ২০১৮, ২৫ (১)/৪১ ধারায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। অভিযানকালে ইউএনও সকল ক্রেতা-বিক্রেতাদের আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারে সচেতন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তারপরও মানুষের মাঝে কোনো সচেতনতা নেই। মাস্ক ব্যবহারে কড়া সরকারি নির্দেশনা থাকলেও অনেকেই তা মানছেন না। মাস্ক ছাড়া মানুষ অহেতুক রাস্তায় ঘোরাফেরা এবং দোকানে আড্ডা দিচ্ছেন। মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সান নিউজ/ এআর