নিজস্ব প্রতিনিধি: আর একদিন পরেই ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বরিশালের নির্বাচনী এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ।
আরও পড়ুন: নির্বাচন আসলে ষড়যন্ত্রকারীরা এক হয়
শনিবার (১০ জুন) বেলা ১১টায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।
নিষেধাজ্ঞার আলোকে আজ (১০ জুন) রাত ১২টার মধ্যে সকল বহিরাগতদের বরিশাল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ১১ জুন রাত ১২টা হতে ১২ জুন রাত ১২টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, ইজিবাইক, লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান, স্পিডবোট চলাচল নিষিদ্ধসহ ১০ জুন রাত ১২টা থেকে ১৩ জুন রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ জনের
তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতিপ্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এছাড়াও নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে নিয়োজিত যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কাজে নিয়োজিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কমিশনার বলেন, সিটি নির্বাচন ঘিরে সাড়ে চার হাজার আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। এ ছাড়াও দশ প্লাটুন বিজিবি আজ রাতে নগরীতে প্রবেশ করবে।১২৬ কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্রে চারজন ফোর্সের জায়গায় সাতজন ও আনসার সদস্য মিলিয়ে ১৮-১৯ জন আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে। এছাড়া ১৫-২০ জন পুলিশ সদস্যকে মিলিয়ে পর্যাপ্ত স্ট্রাইকিং ফোর্স থাকবে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৪ হাজার সদস্য এই নির্বাচনে দায়িত্বে থাকবেন।
আরও পড়ুন: তুরস্কের প্রথম নারী গভর্নর
প্রসঙ্গত, ১২ জুন অনুষ্ঠিতব্য এ নির্বাচনে মেয়র প্রার্থী ৭জন, ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪২ জন, এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৮জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার এবার ভোট প্রদান করবেন।
সান নিউজ/আর