জেলা প্রতিনিধি : চট্টগ্রামের সল্টগোলা রেলক্রসিং এলাকায় তেলবাহী রেল ওয়াগনের সাথে লরির সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনা আরও কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন : দেশে আরও ২ জনের মৃত্যু
বৃহস্পতিবার (৯ জুন) রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা বন্দর থানার উপপরিদর্শক রেজাউল হক বলেন, তেলবাহী ওয়াগন ক্রসিং অতিক্রম করার সময় সিগনাল অমান্য করে একটি লরি রেল লাইনে উঠে যায়। এতে ওয়াগনের ইঞ্জিনের সাথে লরির সংঘর্ষ হয়। এ সময় লরির নিচে চাপা পড়ে ১ জন নিহত হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন : বিদ্যুতের সমাধান ১৫-২০ দিনের মধ্যে
চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) মাস্টার আব্দুল মালেক বলেন, তেলবাহী ওয়াগনটি পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে ইয়ার্ডে আসছিল। এটি সল্টগোলা ক্রসিং পার হওয়ার সময় ২ দিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কিন্তু হঠাৎ একটি লরি রেল লাইনে ওঠে যায়। এতে ওয়াগনের ইঞ্জিনের সাথে লরির সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় লরির ১ জন মারা গেছে। তার পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন : মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার
এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মোহাম্মদ আমান উল্লাহ আমান জানান, নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় একটি তেলবাহী ওয়াগনের ইঞ্জিনের সাথে গ্যাস ভর্তি লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গ্যাস সব দিকে ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে বন্দর ও ইপিজেড ফায়ার স্টেশনের ৪ টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়।
আরও পড়ুন : ফ্রান্সে ছুরি হামলায় আহত ৭
এর আগে গত বছরের ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরীর হালিশহরের সিজিপিওয়াই তেলবাহী ৩ টি ওয়াগন লাইনচ্যুত হয়। এর মধ্যে ২ টি ওয়াগন থেকে প্রায় ৪০ হাজার লিটার তেল পড়ে যায়। এসব তেল নালা ও খাল হয়ে কর্ণফুলী নদীতে মিশে যায়।
সান নিউজ/এনজে