সান নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় যাত্রী পারাপার বন্ধ রয়েছে। ইমিগ্রেশনে সার্ভার জটিলতায় এ সমস্যা তৈরি হয় বলে জানা যায়।
আরও পড়ুন: আফগানিস্তানে নিহত ২৪
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যাত্রী পারাপার বন্ধ আছে। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় ৩৫০ যাত্রী আটকা পড়েছে।
আখাউড়া স্থলবন্দর বন্দর ইমিগ্রেশন ইনচার্জ হাসান মাহমুদ বলেন, ভোর ৬টার দিকে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের কাজ শুরু হওয়ার পর ৫ মিনিট যাত্রী পারাপার করা হয়েছে। এরপরই সার্ভার জটিলতা দেখা দেয়। ভারতের আগরতলায় স্থলবন্দরে ইমিগ্রেশন শেষে বাংলাদেশে আসলেও, আখাউড়া বন্দরে ইমিগ্রেশন করতে না পাড়ায় যাত্রীরা আটকরা পড়েছেন।
আরও পড়ুন: দেশজুড়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান
তিনি আরও বলেন, ইমিগ্রেশন সার্ভারের বিষয়টি ঢাকা থেকে নিয়ন্ত্রণ করে থাকে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কর্তৃপক্ষ সমস্যা সমাধানে ঢাকায় যোগাযোগ করছেন।
সান নিউজ/আর