নিজস্ব প্রতিবেদক:
বরিশাল: বরিশালে পর পর তিনটি লোমহর্ষক শিশু ও নারী নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সচেতন মানুষ। এসব ঘটনা সমাজে ব্যপক খারাপ প্রভাব ফেলছে। সে কারণে প্রশাসনিক হস্তক্ষেপ আরও জােরালো করা এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থার দাবিতে স্মারকলিপি দিয়েছে শিশু ও যুব ফোরাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছে স্মারকলিপি তুলে দেন ফােরামের পক্ষে মিমিয়া আক্তার এবং আবু সুফিয়ান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বরিশালে তিনটি নির্যাতন ও সহিংসতার ঘটনা জনমনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এর মধ্যে সিটি করপোরেশনের রিফিউজি কলোনিতে বুলবুল বিশ্বাস ও বকুল বিশ্বাসের ঘরে গৃহকর্মী আশা বিশ্বাস নির্মম নির্যাতনের শিকার হয়েছে। নগরীর পলাশপুরে মাদ্রাসাপড়ুয়া মেয়েকে বাবা আব্দুস সালাম ধর্ষণের চেষ্টা এবং বাজার রোডে রোগ ভালো করার নামে দশম শ্রেণির নাতনি দাদা শঙ্কর দেবনাথ ধর্ষণ করেন।
এসব ঘটনা বরিশালের অগ্রগামী সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন শিশু ও যুব সমাজের সদস্যরা। সরকারি সংস্থাকে আরও দ্বায়িত্ববান হওয়া, মামলার দ্রুত নিষ্পত্তি এবং গৃহকর্মে নিযুক্ত শিশুদের খোঁজ রাখার সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয় স্মারকলিপিতে।
সান নিউজ/ এআর