মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে মামলা তুলে নেওয়ার জন্য এক বৃদ্ধকে হুমকি দেওয়ার আভিযোগ উঠেছে। বৃদ্ধ বাধ্য হয়ে মঙ্গলবার (৬ জুন) সকালে আদালতে মামলা দায়ের করতে আসে।
আরও পড়ুন: প্রশাসনে ব্যাপক রদবদল
জানা গেছে, আড়ালিয়া গ্রামের বাচ্চু মিয়া দির্ঘদিন সৌদি আরব প্রবাস জীবন শেষে সম্প্রতি বাড়ি ফিরে তার বাড়িতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করিতে থাকিলে গত ২৩ এপ্রিল একই গ্রামের এস.এস নাসিম (ওয়াশিম) তার দলীয় লোকজন নিয়ে ওই বৃদ্ধর বাড়িতে গিয়ে বাউন্ডারী দেওয়াল নির্মাণ করিতে তাকে ১ লাখ টাকা চাদাঁ দিতে হবে বলে দাবি করেন। বৃদ্ধ টাকা দিতে অস্বীকার করায় বাউন্ডারী দেওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং বৃদ্ধকে মারধর করতে গেলে বৃদ্ধার ডাক চিৎকারে আশে-পাশের লোকজন আগাইয়া আসিলে বৃদ্ধাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
পরে ওই ঘটনায় বৃদ্ধ বাদি হয়ে মুন্সীগঞ্জের গজারিয়া থানা আমলী আদালত-৫ এ গত ২৫ এপ্রিল সিআর মামলা নং ৬৭/২০২৩ দায়ের করে। ওই মামলার খোঁজ পেয়ে বৃদ্ধাকে মামলা তুলে নিতে গেলো সোমবার সন্ধায় তার দোকানে গিয়ে হুমকি প্রদান করে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, এস.এস নাসিম (ওয়াশিম) একজন নামধারী সার্ভেয়ার। সে মানুষের জমিতে ভেজাল আছে বলে মানুষকে ভয় দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পরিমান টাকা আদায় করে আসছে। এছাড়াও সে তার আগের স্ত্রীর অনুমতি ছাড়া এক ফিলিপাইনের মেয়েকে বিয়ে করে এনে স্ত্রীর পরিচয় গোপন করে অসৎ উপায়ে স্ত্রীর জাতীয় পরিচয় পত্র তৈরির অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: আজ কুয়েতে নির্বাচন
এ ব্যাপারে ভূক্তভোগী বাচ্চু মিয়া বলেন, আমি দীর্ঘদিন সৌদি আরব ছিলাম। দেশে ফিরে বাড়ির সামনে একটি মুদি দোকান দিছি। আমি আমার বাড়ির বাউন্ডারি নির্মাণ করতে থাকলে নাসিম আমার কাছে এক লাখ টাকা চাদাঁ চায় । আমি তার নামে মুন্সীগঞ্জ আদালতে চাদাঁ-বাজি মামলা করলে। সোমবার সন্ধায় আমার দোকানে এসে নাসিম বলে আমি মামলা তুলে না নিলে আমাকে খুণ করে ফেলাইবো।
এ ব্যাপারে অভিযুক্ত এস.এস নাসিম (ওয়াশিম) বলেন, বাচ্চু মিয়ার সাথে আমার বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধ আছে। তাই সে আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমি তার কাছে কোন চাঁদা চাইনি। কোন হুমকিও দেইনি। অসৎ উপায়ে জাতীয় পরিচয় পত্র বানানোর বিষয় টা সত্য নয়।
এ ব্যাপারে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুজ্জামান বলেন, নাসিম ওয়াশিম লোক হিসেবে ভালো না। তিনি একজনের কথা অন্য জনের কাছে বলে ঝগড়া লাগান। বাচ্চু মিয়ার কাছে চাঁদা চাওয়ার বিষয়টি, আমিও শুনেছি।
সান নিউজ/এনকে