জেলা প্রতিনিধি : সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গোবিন্দ তালুকদার (৩৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
আরও পড়ুন : বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের
বৃহস্পতিবার (১ জুন) সকালে নগরের ধোপাদিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত গোবিন্দ সুনামগঞ্জের শাল্লা উপজেলা বড়গাঁও গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে সিলেটের আখালিয়া নতুন বাজারে বাস করতেন।
আরও পড়ুন : শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাইক চালক
স্থানীয় সূত্রে যানা গেছে, গোবিন্দ তালুকদার ভাসমান সবজি বিক্রেতা ছিলেন। বৃহস্পতিবার সকালে নগরের সোবানীঘাট পাইকারি সবজির বাজার থেকে সবজি কিনতে আখালিয়া নতুন বাজারে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে পকেট থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। এসময় গোবিন্দ টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ জানান, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে।
ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ময়নাতদন্ত শেষে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/জেএইচ