সারাদেশ

হাসাইল-বানারী ইউপিতে দায়সার বাজেট ঘোষণা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ-বছরের বাজেট ঘোষণা করা হয়েছে দায়সার ভাবে। জনগনের অংশগ্রহণ বাদ রেখেই এ 'উন্মুক্ত বাজেট, ঘোষণা করা হয়েছে।

এতে ক্ষোভের সঞ্চার হয়েছে। শুধুমাত্র ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবের উপস্থিতিতে ৮৮ লাখ ৮২ হাজার ৯০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে গত সোমবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট সভা করে।

আইনানুযায়ী, প্রত্যেক ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রতি অর্থ-বছর শুরুর ৬০ দিন আগে নির্ধারিত ছকে প্রস্তুতকৃত সম্ভাব্য আয় ও ব্যয় বিবরণী ইউনিয়নের জনসাধারণের উপস্থিতিতে পেশের আনুষ্ঠানিকতাকে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বার্ষিক বাজেট অধিবেশন হয়।

আর ওই অধিবেশনে জনসাধারণ চলতি অর্থ-বছরের বাজেট এবং পরবর্তী অর্থ-বছরের বাজেটের ওপর প্রশ্ন করার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট স্থায়ী কমিটি এবং প্রকল্পভিত্তিক কিংবা ইউনিয়নের উন্নয়নে জনস্বার্থে যে কোনো প্রশ্ন হতে পারে।

ইউনিয়ন চেয়ারম্যান, সাধারণ সদস্য, মহিলা সদস্য, সকল স্থায়ী কমিটি, সরকারি দপ্তর প্রধান, বেসরকারি সংস্থা, ইউনিয়নের সকল প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ সাধারণ নাগরিকদের উপস্থিতিতে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা।

অথচ হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবের উপস্থিতিতেই বাজেট সভা করা হয়। সেখানে ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান সভাপতিত্ব করেন।

আর ওই বাজেট সভা নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজারের ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ জন্ম নিয়েছে। এতে ইউনিয়নটিতে বইছে সমালোচনার ঝড়।

হাসাইল-বানারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার বলেন, ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা হলে স্থানীয় এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত থাকে।

আরও বলেন, এবার শুধু চেয়ারম্যান, মেম্বারদের উপস্থিতিতেই উন্মুক্ত বাজেট সভা করা হলো। তারা উন্মুক্ত বাজেট সভা'র নামে গোপন বাজেট সভা করলো এটা ঠিক করেনি।

হাসাইল বাজার কমিটির সাধারণ সম্পাদক বাবর শেখ বলেন, বাজেট সভা হয়েছে সেটা তো আমি জানিনা। অন্যান্য সময় বাজেট ঘোষনার সময় বাজারের ব্যবসায়ীদের জানানো হতো, এইবার তো আমাদের জানানো হলো না।

এ প্রসঙ্গে হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান বলেন, সবকিছু শতভাগ নিয়ম মেনে করা যায় না। বাজেট সভায় অনেকে উপস্থিত ছিল। যতটুকু হয়েছে এটাও নিয়ম মাফিক হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাতুড়ি দিয়ে রাজমিস্ত্রিকে খুন

জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার...

ভালুকায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে...

টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশের বাণিজ্য ম...

ড. ইউনূস-মার্কিন প্রতিনিধিদলের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরক...

বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক: ভদ্র মাসের শেষ দিনে স্থল নিম্নচাপের প্রভাব...

নারী ভিক্ষুককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জে...

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দ...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি...

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা