গাইবান্ধা জেলা প্রতিনিধি: অরিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চা-দোকানের ভেতরে ঢুকে পড়েছে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক উত্তম কুমার (৪৫) নিহত হয়েছে।
আরও পড়ুন : সাংবাদিককে হত্যার হুমকি
সোমবার (২৯ মে) দিবাগত রাত পৌনে ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী পৌরসভার সরকার ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাস চালক উত্তম কুমারের বাড়ী গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায়।
আরও পড়ুন : খাগড়াছড়িতে কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
জানা যায়, ঢাকা থেকে অরিন পরিবহনের যাত্রীবাহী বাসটি গাইবান্ধায় যাচ্ছিল। বাসটি পলাশবাড়ী পৌরসভার সরকার ফিলিং স্টেশন এলাকায় বাসের সামনের ডান পাশের চাকা পাংচার হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীতমুখী ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
একপর্যায়ে বাসটি পাশের চা-দোকানে ঢুকে যায়। এতে সামনের অংশ দুমড়েমুচড়ে বাসচালক ঘটনাস্থলেই নিহত হন। সৌভাগ্যক্রমে চা দোকাদান জিয়া বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। তবে দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন : ভালুকায় ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মশিউর রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের সামনের অংশে চাপা পড়া চালকের লাশ উদ্ধার করা হয়।
সান নিউজ/এইচএন