জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশুকে অপহরণ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আরও পড়ুন : মুসলমানদের গবেষণায় বিনিয়োগ করতে হবে
মঙ্গলবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেকপাড়া এলাকার জাকির হোসেন, শাহ জালাল ও আশরাফুল।
আরও পড়ুন : মেক্সিকোয় পুলিশের সাথে সংঘর্ষে নিহত ১০
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেকপাড়া এলাকার আনোয়ার হোসেনের তিন বছরের কন্যাশিশু জুঁই আক্তারকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরের দিন সকালে তার বাড়ির সামনে থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন।
আরও পড়ুন : কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৮
মামলার বাদী আনোয়ার হোসেন জানান, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। এখন আমাদের দাবি, দ্রুত যেন আসামিদের ফাঁসি কার্যকর করা হয়।
সান নিউজ/এমআর