নিজস্ব প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রবৃষ্টির সময় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মুন্সিগঞ্জে ২ জন, সিরাজগঞ্জ ও বাগেরহাটে একজন করে নিহত হয়েছেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুলতান প্রামানিক (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামে শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বজ্রপাতে কৃষকের মৃত্যু
বিষয়টি নিশ্চিত করেন শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম।
মুন্সিগঞ্জে: মুন্সিগঞ্জের সিরাজদিখান শউপজেলার কুসুমপুর এলাকার লেবুতলায় মোহাম্মদ কাউসার ও জুম্মন সর্দার নামে দুইজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রত্যক্ষদর্শী জানায়, দুুপুর ২টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে ওই দুই ব্যক্তি কুসুমপুর লেবুতলা গ্রামের সড়কে এসে অটো থেকে নামেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা নিহত হন। বিষয়টি নিশ্চিত করেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক।
বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ড্রেজারে কাজ করার সময় বজ্রপাতে এনামুল শেখ নামে এক বালু শ্রমিক নিহত হয়েছেন। এ সময় মিলন শেখ নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
আরও পড়ুন: গাছে বেঁধে দুই স্কুল ছাত্রকে নির্যাতন
শনিবার দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
সান নিউজ/আর