ছবি-সংগৃহীত
সারাদেশ

যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি

জেলা প্রতিনিধি : কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি। আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে হয় সেই ব্যাপারে তারা ভূমিকা রাখবে বলেছে।

আরও পড়ুন : শর্তসাপেক্ষে এসকর্ট পাবেন রাষ্ট্রদূতরা

শনিবার (২৭ মে) দুপুরের টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আওয়ামী যুবলীগের জেলা সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভিসা প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি। কেউ যদি নির্বাচনকে ব্যাহত করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ২০১৩, ১৪ ও ১৫ সালে যা ঘটেছে সেই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং সকল মানুষ যাতে ভোট দিতে পারে নির্বিঘ্নে সেই বিষয়ে বলা হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, আগামী নির্বাচন যেকোনো মূল্যে সুষ্ঠু, সুন্দর সকলের নিকট গ্রহণযোগ্য হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন, সরকারের এখানে কিছুই করার নেই। আমরা আশাবাদি বিএনপিও নির্বাচনে আসবে, দেশে সুষ্ঠু নির্বাচন হবে। তারপরেও যদি ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকার আনতে চায়, নির্বাচনকে বানচাল করতে চায় তাহলে এদেশের প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মোকাবেলা করবে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের ভিসা বড়লোকরা নেয়

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভিসার ব্যাপারে যে বিষয়টি বলেছে, এতে আমাদের হতাশ হওয়ার কিছুই নেই। আমরা যেটি চাই সেটি হচ্ছে সুন্দর নির্বাচন। গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে সেটি বাংলাদেশে হবে। একটি বড় নির্বাচন প্রভাব বিস্তার করবে। তার অর্থ এই না আমরা জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাবো।

মন্ত্রী বলেন, ৩০০ সিট রয়েছে, কিন্তু আমাদের দরকার ১৫০টি সিট। আমরা সব জায়গায় জিততে পারি না। নানা ফ্যাক্টর কাজ করে। গাজীপুর সিটি নির্বাচন সুন্দর একটি নির্বাচন হয়েছে। তাতে আমরা খুশি। আমরা চেয়েছিলাম গ্রহণযোগ্য নির্বাচন। জাতিকে দেখিয়েছি গাজীপুরে নির্বাচনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন। আমরা ফলাফল নিয়ে বিচলিত নই।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা