গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মমিন মন্ডল।
আরও পড়ুন : ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু
জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২৩ এর জেলা কমিটির সদস্য সচিব ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম এ তথ্য নিশ্চিত করে বলেন, গাইবান্ধার সাতটি উপজেলার তথ্য যাচাই-বাছাই করে সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বছরে জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।
সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মমিন মন্ডল শুকরিয়া আদায় বলেন, এ অর্জন সত্যিই গর্বের ও আনন্দের। এ অর্জন আমার কর্মকে আরও গতিশীল করবে। এ অর্জন আমার একার নয়, এ অর্জন সুন্দরগঞ্জবাসীর। এ সাফল্য ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আরও পড়ুন : যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে
এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২২ এ রংপুর বিভাগের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়ে ছিলেন। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০১৬ এ রংপুর জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়ে ছিলেন।
সান নিউজ/এমআর