নিজস্ব প্রতিনিধি:
ভোলা: দৌলতখানে চার ফার্মেসি ব্যবসায়ীকে ফিজিশিয়ান স্যাম্পল এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফিজিশিয়ান স্যাম্পল এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় দৌলতখান পৌর শহরের উত্তর মাথার রহমান এজেন্সিকে দুই হাজার টাকা ও আফিফ মেডিকেল হলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় দৌলতখান মেডিকেল হল ও আল আমিন ড্রাগ হাউজকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে ভোলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দৌলতখান থানার এএসআই ইমরান উপস্থিত ছিলেন।
মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
সান নিউজ/ এআর