জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে আকলিমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে উঠেছে স্বামী হেলাল উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী হেলাল উদ্দিনকে আটক করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা গ্রেফতার
বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়াগ্রামের স্বামীর বাড়ি থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
আকলিমা উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটার চর গ্রামের আলী হোসেন মেয়ে এবং তার স্বামী হেলাল উদ্দিন উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়া গ্রামের মুল্লুক মিয়ার ছেলে।
আরও পড়ুন : নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিস্যানটিস
নিহত গৃহবধুর মা বেহুলা বেগম অভিযোগ করে জানান, ৭ বছর পৃর্বে আমার মেয়ে আকলিমার বিয়ে হয় হেলাল উদ্দিনের সাথে। বিয়ের পর থেকেই আমার মেয়েকে তার স্বামী নির্যাতন করে আসছে নানা অজুহাতে। ইতিমধ্যে তার একটি সন্তান হয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে আমাদের বাড়ীতে নিয়া যাই। ১১ দিন আগে আমার বাড়িতে গিয়ে তার স্বামী আমার মেয়েকে আর নির্যাতন করবেনা বলে শশুর বাড়িতে নিয়ে আসে। পরে আজ বৃহস্পতিবার সকালে আকলিমাকে মারধরের এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে। মেয়ের হত্যার বিচার চাই।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এছাড়াও স্বামী হেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সান নিউজ/এমআর