জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের পাহাড় সংলগ্ন এলাকা থেকে একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে বনে অবমুক্ত করা হয়।
আরও পড়ুন : পদ্মায় ধরা পড়লো বিশাল পাঙাশ
সোমবার (২২ মে) বেলা ১১টার দিকে নাইট্যংপাড়ার মোহাম্মদ শাহ এমরানের বাড়ি থেকে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করা হয়।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মেছো বাঘের বাচ্চাটির বয়স এক থেকে দেড় বছর। উচ্চতা প্রায় দেড় ফুট। দৈর্ঘ্য আড়াই ফুট। গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল বিড়ালের মতো। গায়ের রং ধূসর।
আরও পড়ুন : মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত
স্থানীয়রা জানান, নাইট্যংপাড়ার মোহাম্মদ শাহ এমরানের বাড়িতে শিশুরা খেলাধুলার সময় মেছো বাঘের বাচ্চাটি দেখতে পায়। পরে স্থানীয়রা এসে এটিকে জাল দিয়ে ধরে বনবিভাগে খবর দেন। মেছো বাঘের বাচ্চাটি দেখার জন্য লোকজন ভিড় করেন। বনবিভাগের লোকজন মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়ে যায়।
আরও পড়ুন : বন্ধুর পরীক্ষার প্রক্সি দিয়ে আটক!
বিভাগীয় বন কর্মকর্তা সরওয়ার আলম বলেন, প্রথমে আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে এনে একটি কক্ষে রেখে পর্যবেক্ষণ করেছি। সুস্থ থাকায় বিকেলে এটাকে টেকনাফ বন বিভাগের বেতবাগান-সংলগ্ন সায়রন খাল এলাকায় অবমুক্ত করা হয়েছে।’
সান নিউজ/জেএইচ