জেলা প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৩১ হাজার ৯০০ টাকায় কিনে নেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী।
আরও পড়ুন : সয়াবিন তেল আমদানির উদ্যোগ
মঙ্গলবার (২৩ মে) সকালে বাসুদেব হলদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, সকাল ১০টার দিকে মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে উন্মুক্ত নিলামে তোলা হয়। এসময় ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেয় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
জেলে বাসুদেব হলদার জানান, প্রতিদিনের মতো সহযোগীদের নিয়ে ভোরের দিকে পদ্মায় তিনি জাল ফেলেন। সকালে টেনে তুলতেই দেখেন তার জালে বড় একটি পাঙাশ আটকা পড়েছে। মাছটি ওজন করে দেখেন ২২ কেজি। পরে এটি নিলামে তোলা হয়।
আরও পড়ুন : ৮ মামলায় ইমরান খানের জামিন
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি কেজিতে ৫০ টাকা লাভে বিক্রি করে দেবেন। বিক্রির জন্য মোবাইল ফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। আশা করছেন দুপুরের মধ্যেই বিক্রি হয়ে যাবে।
সান নিউজ/জেএইচ