নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে মাস্ক না পরায় দোকানি ও পথচারীসহ সাত জনকে ১২ হাজার ৫শ' টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম এই জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম সাংবাদিকদের বলেন, 'করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হিলি বাজারে অভিযান চালানো হয়। এসময় মাস্ক পরিহিত ছাড়া দোকানে পণ্য বিক্রি করায় ও মাস্ক ছাড়া চলাচল করায় দোকানি ও পথচারীসহ সাত জনকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।'