নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছে। নিহত গরুর রাখাল একই উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের মোড়লপাড়া মহল্লার কালু দালালের ছেলে সুমন আলী।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪-৫ পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মনাকষা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সমীর হোসেন জানান নিহত সুমনসহ আরও ১০ জনের একটি দল রোববার সন্ধ্যার দিকে ভারতে গরু আনতে যান। এসময় ভারতের দৌলতপুর ও সভাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা টহল দেয়ার সময় গুলি করেন। গুলিতে আন্তর্জাতিক পিলার ৪-৫ পিলার সংলগ্ন হারুনের বাগানের সামনে সুমন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে সুমনের সহযোগীরা তার লাশ উদ্ধার করে গোপনে দাফন করে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুরুজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমিও বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে হতাহতের খবর পাইনি।
তবে তিনি সন্ধ্যার দিকে এক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গেছে বলে নিশ্চিত করেন।
সান নিউজ/ আরএইচ