মাগুরা প্রতিনিধি : মাগুরায় শ্রমিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
আরও পড়ুন : দু’দিনের শিশুকে রাস্তায় ফেলে দিলো মা
বুধবার (১৭ মে) সকালে মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামের ফজলু বিশ্বাস নামের কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে।
মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়াজুল ইসলামের নেতৃত্বে ৩০ জন কর্মী আজ এই কৃষকের জমি থেকে পাকা ধান কেটে মাড়াই করে বাড়ীতে তুলে দিয়েছে।
আরও পড়ুন : ছেলে হত্যার বিচার দেখে যেতে চান বাবা!
শ্রমিক সংকটের কারনে এই কৃষক জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েছিল। খবর পেয়ে জেলা সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ঐ কৃষকের সমস্যা সমাধানে অংশগ্রহন করে।
আরও পড়ুন : জেলা আহবায়ককে অবাঞ্ছিত ঘোষণা
মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়াজুল ইসলাম জানান, শ্রমিক সংকট নিরসনে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা কৃষকের জমি থেকে ধান কেটে দেয়া কার্যক্রম অব্যাহত রাখবে।
সান নিউজ/এইচএন