নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফরিদপুরে স্মরণসভা করেছে সামসুদ্দিন মোল্যা স্মৃতি সংসদ।
রোববার (১৬ আগস্ট) বিকালে এই স্মরণসভায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
সংসদের সভাপতি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মোশার্রফ আলী।
সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ, যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য কামরুজ্জামান কাফি, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক আমিনুর রহমান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, যুবলীগের সাবেক নেতা আবুল বাতিন প্রমুখ। অতিথিরা ছাড়াও পুরস্কার ও খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল।
সভায় বঙ্গবন্ধুর জীবনের নানা দিকের পাশাপাশি তার ঘনিষ্ট সহচর সামসুদ্দিন মোল্যার সঙ্গে বঙ্গবন্ধুর সম্পৃক্ততা ও আন্দোলন-সংগ্রামে একসঙ্গে চলার নানা ঘটনাপ্রবাহ স্মৃতিচারণ করেন বক্তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন।
সামসুদ্দিন মোল্যা স্মৃতি সংসদ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা ও বৃক্ষরোপণও করেছে।
সান নিউজ/ এআর