নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪৯টি কম্পিউটার চুরি ও তার মধ্য থেকে ৩৪টি জব্দসহ সাতজনকে গ্রেপ্তারের বিষয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা পুলিশ।
রোববার (১৬ আগস্ট) দুপুরে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান তার কার্যালয়ে এই প্রেস ব্রিফিং করেন।
তিনি বলেন, ‘চুরির ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে চুরিতে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন। আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা চুরির বিষয়টি স্বীকার করেন। যারা এ ঘটনার পেছনের মাস্টারমাইন্ড, তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই পেছনের লোকগুলোকে গ্রেপ্তার করতে পারলে প্রকৃত ঘটনার তথ্য জানা যাবে।’
গ্রেপ্তারকৃতরা হলেন, বশেমুরবিপ্রবি’র লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মাসরুল ইসলাম পনি শরীফ, কুমিল্লার দুলাল মিয়া, ময়মনসিংহের হুমায়ুন কবির, গোপালগঞ্জের আ. রহমান সৌরভ শেখ, নাইম উদ্দিন ও হাসিবুর রহমান ওরফে শান্ত ওরফে কাকন এবং মাদারীপুরের নাজমুল হাসান। তারা শনিবার (১৫ আগস্ট) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রেস ব্রিফিংকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিকের জানালা ভেঙে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর নূরউদ্দিন আহমেদ গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করেন।
সান নিউজ/ এআর