সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ঘূর্ণিঝড় ''মোখা'' এর কবল থেকে কৃষকের ক্ষেতের ধান বাঁচনোর জন্য পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন : আশ্রয় কেন্দ্রে প্রায় ২ লক্ষ মানুষ
শনিবার (১৩মে) ওয়ার্ডের লাহারকান্দিতে মন্জু মিয়ার ০৮ শতাংশ জমিতে ধান কেটে দেন তিনি।
জমির মালিক মন্জু মিয়া বলে, ঘূর্ণিঝড়ের কারণে আমার ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এইসময়ে ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ আমার সাথে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধান কাটে। ধান কাটার শেষ সময় পর্যন্ত তিনি আমার পাশে ছিলেন।
আরও পড়ুন : পাওয়ার টিলার চাপায় শিশুর মৃত্যু
এসময় ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সইফুল ইসলাম সোহাগ বলে, যুবলীগ সাধারণ মানুষের পাশে থাকে, মন্জু মিয়ার ধান আজকের দিনের মধ্যে না কাটা হলে ঘূর্ণিঝড় এর কারণে নষ্ট হয়ে যেতে পারে তাই আমি নিজ থেকে ধান কাটতে নেমে পড়ি।
আরও পড়ুন : উখিয়ার মানুষ নিরাপদ আশ্রয়ে
ইনশাল্লাহ এইভাবে সবসময়ে মানুষের পাশে থাকার চেষ্টা করবো করবো বলেও জানান ওয়ার্ড যুবলীগের এই সভাপতি।
সান নিউজ/এইচএন