জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী
শুক্রবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার সদর বাজারের পাশের মহারশি নদীতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- ঝিনাইগাতী থানা জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (৯) ও ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. নুরুল ইসলামের ছেলে মহিব উল্লাহ (৮)। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।
আরও পড়ুন : ৩ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী সদর বাজারের পাশের মহারশি নদীর ব্রিজপাড় এলাকার নানাবাড়িতে বেড়াতে এসেছিল ওই দুই খালাতো ভাই-বোন। শুক্রবার সকাল ১০টা থেকে ওই দুই শিশুকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে পরিবারের সদস্যরা আশপাশের আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে পায়নি।
পরে মহারশি নদী থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : ভালুকায় ২ মাদক কারবারি আটক
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, বিষয়টি অনেক কষ্টদায়ক। সবাইকে আরও সচেতন থাকতে হবে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
সান নিউজ/জেএইচ