মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজ উদ্দিন গাজী (৬৫) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় ৩ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন : ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত
শুক্রবার (১২ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার চরাঞ্চলের ইউনিয়নের আমতলী গ্রামে এ সন্ত্রসী হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গত ইউপি নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচন অংশ নেওয়ায় প্রতিপক্ষ চরকেওয়ার ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন গাজীর নেতৃত্বে এ হামলা সংগঠিত হয় বলে জানায়। এছাড়াও জিয়া সরকার সহ ৮ থেকে ১০ জন অংশ নেয়।
আরও পড়ুন : জামিন পেলেন ইমরান খান
এ ব্যাপারে আহত সিরাজ উদ্দিন গাজী জানান, গত ইউপি নির্বাচনে আমি নৌকার পক্ষে কাজ করায় দীর্ঘদিন যাবত আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পনা করে যাচ্ছিল। আজ শুক্রবার ইউনিয়নের খাসকান্দি গ্রামে একটি বিয়ে অংশগ্রহণ করি।
তিনি আরও জানান, পরে পথিমধ্যে ইউনিয়নের আমতলী মোরে পৌঁছালে মুক্তার হোসেন গাজীর নেতৃত্বে (বিএনপি) ক্যাডার জিয়া সরকার সহ তাদের সন্ত্রাসী গ্রুপ আমার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে, আমার সাথে থাকা ৩ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আরও পড়ুন : বাংলাদেশের সামরিক উচ্চাভিলাষ নেই
ঘটনাটির বিষয়ে পতিপক্ষের সাথে একাধিক বার যোগাযোগ করতে চাইলে তাদের পাওয়া যায়নি।
এ ব্যাপারে সদর থানার (ওসি তদন্ত) মো. আনসার উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এমআর