জেলা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে ইব্রাহিম খলিল (৫) ও লামিয়া আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : হত্যা মামলায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উত্তর ফেনুয়া গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম খলিল উত্তর ফেনুয়া গ্রামের মো. সোহেলের ছেলে। অন্যদিকে নিহত লামিয়া আক্তার সোহেলের ছোট বোন নাছরিন আক্তারের মেয়ে। তারা দুজন স্থানীয় উত্তর ফেনুয়া হোসাইনীয়া কাওমি মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। ইব্রাহিম খলিল সম্পর্কে লামিয়ার মামাতো ভাই।
আরও পড়ুন : গাজীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হান্নান হিরু জানান, পাশাপাশি বাড়ি ও সমবয়সী হওয়ার কারণে মামাতো ভাই ইব্রাহিম খলিল ও ফুফাতো বোন লামিয়া আক্তার এক সঙ্গে খেলাধুলা করতো। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ির পাশের পুকুরে গোসলে গিয়ে পানিতে ডুবে যায়।
পরে দুপুর ১২টার দিকে ইব্রাহিম ও লামিয়ার মরদেহ ভেসে উঠলে স্বজনরা তাদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : মুন্সীগঞ্জে কেন্দ্রে পরীক্ষার্থীর মৃত্যু
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। অভিযোগ না থাকায় স্বজনদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সান নিউজ/জেএইচ